গাজীপুর মহানগরীর একটি কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ হয়ে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুরে সদরের ধীরাশ্রম এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. লিখন মিয়া (২৪)। তাঁর বাড়ি গাইবান্ধা জেলায়।
স্থানীয়রা জানায়, আজ বুধবার বেলা পৌনে ১টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রমের বারারুল সুখীনগর এলাকায় ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড কারখানায় একটি মেশিনের বিস্ফারণ ঘটে। তাতে কারখানায় আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন আজকের পত্রিকাকে বলেন, বেলা পৌনে ১টার দিকে কারখানায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার ভেতর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।