নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই যুগেরও বেশি সময় ধরে দখলে থাকা রাজধানীর গ্রিনরোডের ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা মহানগরের ট্রাফিক বিভাগের তেজগাঁও বিভাগ। পান্থপথ সিগন্যাল থেকে ফার্মগেটের আনন্দ সিনেমা হল পর্যন্ত জনবহুল এই ফুটপাতে দীর্ঘদিন ধরে রিকশার গ্যারেজ, টং দোকান, ভ্যান স্ট্যান্ড, ভাতের হোটেল ছিল। পথচারীদের হাঁটার অবস্থা ছিল না। দীর্ঘদিন পর এই ফুটপাত দখলমুক্ত করল তেজগাঁও ট্রাফিক বিভাগ।
রোববার (১২ মে) সকাল থেকে গ্রিনরোড উচ্ছেদে অভিযান শুরু করে তেজগাঁও ট্রাফিক বিভাগ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পান্থপথ এবং ফার্মগেটকে সংযোগকারী গ্রিনরোডের দুই ফুটপাত ধরে শতাধিক রিকশা পার্কিং, টং দোকান, ভাতের হোটেল এবং রিকশা মেরামতের দোকান। ব্যস্ত সড়কটিতে সব সময় গাড়ির চাপ থাকে। তবে ফুটপাত দখলে থাকায় পথচারীদের হাঁটার কোনো সুযোগ ছিল না।
রাহেলা রিনা নামে তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী বলেন, কলেজের কাছে বাসা হলেও ফুটপাত দখল থাকায় বাসা থেকে হেঁটে কলেজে যেতে পারতাম না। বাধ্য হয়ে রিকশায় উঠতে হতো, রিকশায় উঠে বসে থাকতে হতো, কারণ সড়কটিতে জ্যাম থাকে সব সময়। এখন ফুটপাত দখল মুক্ত হওয়ায় হাঁটার সুযোগ হয়েছে। তবে ভবিষ্যতে যাতে দখল না হয়, তাও খেয়াল রাখতে হবে।
এই বিষয়ে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার স্নেহাশিস দাস বলেন, এই রাস্তা রিকশা এবং অবৈধ পার্কিংমুক্ত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা প্রতিদিন সকাল–বিকাল রেকারসহ এই রাস্তায় দুই বেলা করে অভিযান পরিচালনা করছি এবং এটি অব্যাহত থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, আগে হোস্টেল থেকে বের হলেই রিকশার জন্য আমাদের বাস ঠিকমতো ঘুরতেই পারত না, এমনকি আসতে যেতে অনেক সময় লেগে যেত। ইদানীং অবস্থার অনেক উন্নতি হয়েছে।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, সড়কটির ফুটপাত দখলমুক্ত করতে সপ্তাহব্যাপী পুলিশ কাজ করছে। এর মধ্যে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা অন্তত ৬১টি রিকশা বিরুদ্ধে ডাম্পিংসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।