হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর গ্রিনরোডের ফুটপাত দুই যুগ পর দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই যুগেরও বেশি সময় ধরে দখলে থাকা রাজধানীর গ্রিনরোডের ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা মহানগরের ট্রাফিক বিভাগের তেজগাঁও বিভাগ। পান্থপথ সিগন্যাল থেকে ফার্মগেটের আনন্দ সিনেমা হল পর্যন্ত জনবহুল এই ফুটপাতে দীর্ঘদিন ধরে রিকশার গ্যারেজ, টং দোকান, ভ্যান স্ট্যান্ড, ভাতের হোটেল ছিল। পথচারীদের হাঁটার অবস্থা ছিল না। দীর্ঘদিন পর এই ফুটপাত দখলমুক্ত করল তেজগাঁও ট্রাফিক বিভাগ।

রোববার (১২ মে) সকাল থেকে গ্রিনরোড উচ্ছেদে অভিযান শুরু করে তেজগাঁও ট্রাফিক বিভাগ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পান্থপথ এবং ফার্মগেটকে সংযোগকারী গ্রিনরোডের দুই ফুটপাত ধরে শতাধিক রিকশা পার্কিং, টং দোকান, ভাতের হোটেল এবং রিকশা মেরামতের দোকান। ব্যস্ত সড়কটিতে সব সময় গাড়ির চাপ থাকে। তবে ফুটপাত দখলে থাকায় পথচারীদের হাঁটার কোনো সুযোগ ছিল না।

রাহেলা রিনা নামে তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী বলেন, কলেজের কাছে বাসা হলেও ফুটপাত দখল থাকায় বাসা থেকে হেঁটে কলেজে যেতে পারতাম না। বাধ্য হয়ে রিকশায় উঠতে হতো, রিকশায় উঠে বসে থাকতে হতো, কারণ সড়কটিতে জ্যাম থাকে সব সময়। এখন ফুটপাত দখল মুক্ত হওয়ায় হাঁটার সুযোগ হয়েছে। তবে ভবিষ্যতে যাতে দখল না হয়, তাও খেয়াল রাখতে হবে।

এই বিষয়ে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার স্নেহাশিস দাস বলেন, এই রাস্তা রিকশা এবং অবৈধ পার্কিংমুক্ত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা প্রতিদিন সকাল–বিকাল রেকারসহ এই রাস্তায় দুই বেলা করে অভিযান পরিচালনা করছি এবং এটি অব্যাহত থাকবে।

সড়টির দুই পাশে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে। এর মধ্যে পানি ভবন, আইবিএ হোস্টেল, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং একাধিক ভার্সিটি কোচিং সেন্টার। ফুটপাত দখল থাকায় এসব প্রতিষ্ঠানের পথচারীরা অল্প দূরত্বেও রিকশায় যাতায়াত করে। নারীদের পড়তে হয় আরও বিড়ম্বনায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, আগে হোস্টেল থেকে বের হলেই রিকশার জন্য আমাদের বাস ঠিকমতো ঘুরতেই পারত না, এমনকি আসতে যেতে অনেক সময় লেগে যেত। ইদানীং অবস্থার অনেক উন্নতি হয়েছে।

এদিকে, রিকশার লেন উচ্ছেদ করে পুরো রাস্তা যানবাহন চলাচলে পুলিশ কতটুকু ধরে রাখতে পারে সেটি হয়তো সময়ই বলে দেবে—এমন মন্তব্য করেছেন পূর্ব রাজাবাজারের বাসিন্দা মনির হোসেন।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, সড়কটির ফুটপাত দখলমুক্ত করতে সপ্তাহব্যাপী পুলিশ কাজ করছে। এর মধ্যে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা অন্তত ৬১টি রিকশা বিরুদ্ধে ডাম্পিংসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন