Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, আহত আরেক কিশোর

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, আহত আরেক কিশোর

নরসিংদীর পলাশে চোর সন্দেহে রাজন মিয়া (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত রাজন উপজেলার উত্তর চরপাড়া গ্রামের বাসিন্দা। এ সময় গণপিটুনিতে আহত হয়েছে ইয়াছিন (১৬) নামের আরেক কিশোর।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৩টার দিকে ওই দুই কিশোরকে ঘোড়াশাল পাইকসা মহল্লার সোবাহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় বাড়ির লোকজন আটক করে। পরে চোর সন্দেহে স্থানীয়রা রাজন ও ইয়াছিনকে পিটিয়ে আহত করে। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। পরে তারা লাশ বাড়ির পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোপে ফেলে রাখে। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আহত কিশোর ইয়াছিনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াছ বলেন, নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু