হোম > সারা দেশ > ঢাকা

গুম হওয়া প্রতিটি ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও অপহরণ হওয়া প্রতিটি ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ‘স্বজন হারা সমন্বয় কমিটি’ নামে একটি সংগঠন।

সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিখোঁজ হওয়া ৬৪ জনের তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেল্লাল হোসেন।

লিখিত বক্তব্যে বেল্লাল হোসেন দাবি করেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শতকরা ৭০ থেকে ৮০ শতাংশ লোক র‍্যাবের দ্বারা গুম, খুন, অপহরণ হয়েছে। ক্রসফায়ারের নামে নাটক সাজিয়ে অন্যায়ভাবে পাখির মতো তারা মানুষ মারছে। এ সময়ে র‍্যাবের দায়িত্বে থাকা ডিজি, এডিশনাল ডিজি, ডিবির প্রধান ও ডিজিএফআই প্রধান, সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

গোপন আয়নাঘর জনসমক্ষে আনার দাবি জানিয়ে বেল্লাল হোসেন বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে জল্লাদের আয়নাঘর উন্মোচন না করা হলে বাংলার প্রতিবাদী মানুষকে নিয়ে প্রতিটি সন্দেহভাজন আয়নাঘর ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।’ তিনি অভিযোগ করেন, ‘প্রতিটি রাজনৈতিক দল তাদের পদ-পদবি ক্ষমতা ও চেয়ার নিয়ে ব্যস্ত, স্বজনহারা পরিবারের পক্ষে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা