হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১৭: ৩৮
বুধবার শফিউল ইসলাম মহিউদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার এক হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

বিকেলে সাবেক এই সংসদ সদস্যকে আবদুর রউফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে মিরপুর পশ্চিম থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে মহিউদ্দিনের আইনজীবী জামিনের আবেদন করেন এবং রিমান্ড বাতিল চান। শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল বুধবার বিকেলে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বছর ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন আব্দুর রউফ। উত্তরা পশ্চিম থানা এলাকার বিএনএসের পাশে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় আব্দুর রউফের ভাই মো. সাকিব হাসান বাদী হয়ে গতকাল বুধবার উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৭৬ জনকে আসামি করা হয়।

মামলায় বলা হয়, শেখ হাসিনা, শেখ রেহানা এবং আওয়ামী লীগের নেতাদের নির্দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের সহযোগিতায় গুলি করে তাঁর ভাইকে হত্যা করেছেন।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আসামির বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ডে অংশগ্রহণের তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে তিনি অর্থের জোগানদাতা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পেছনে যাঁরা রয়েছেন, ঘটনার সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা প্রয়োজন।

উল্লেখ্য, শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত। তিনি এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বনানীর ২০ বিঘা প্রকল্পের ফাইলের হঠাৎ নড়াচড়া

নিয়োগ নির্মাণ কেনাকাটায় প্রধান শিক্ষকের দুর্নীতি

পলাতক সেই ওসিকে গ্রেপ্তারে শিক্ষার্থীদের আলটিমেটাম

মানিকগঞ্জে বিএনপি নেতা আব্দুল আলীমকে বহিষ্কার