নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর উভয় পাশে এক কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের ৩১ ডিসেম্বর উদ্যাপন উপলক্ষে ঘুড়ি, ফানুসসহ যেকোনো বিনোদনসামগ্রী ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আজ বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
এম এ এন ছিদ্দিক বলেন, এ বিষয়ে পুলিশ সহায়তা করবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন মেট্রো ট্রেন চলাচল করে। থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উদ্যাপন উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু উড়ানো হলে এর অবশিষ্টাংশ উচ্চক্ষমতাসম্পন্ন এই বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এই প্রেক্ষাপটে এমআরটি লাইন-৬-এর রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উদ্যাপন উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু না উড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।