Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ভিড় বেশি উত্তরবঙ্গের ট্রেনগুলোতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভিড় বেশি উত্তরবঙ্গের ট্রেনগুলোতে

ট্রেনে অগ্রিম টিকিটে ঈদযাত্রার শেষ দিন আজ রোববার। প্রথম দিন ১২ জুন ট্রেনগুলো সময় নিয়ে সমস্যা করলেও পরদিন থেকে সেটি আর হয়নি। গত তিন দিন সবকিছু ঠিকঠাক থাকলেও গতকাল রাতে ভেঙে পড়ে কমলাপুরের সব ধরনের ব্যবস্থা। একই চিত্র দেখা গেছে আজ রোববার সকালেও। যদিও কমলাপুর স্টেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শুধু উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রী চাপ বেশি থাকায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। 

আজ রোববার সকালে সরেজমিনে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফরম মোটামুটি ফাঁকা। একদম বাইরের দিকে বাঁশের গেটে কোনো ভিড় নেই। তবে বাঁশগুলো নড়বড়ে হয়ে গেছে। পাশেই মেইল ও কমিউটার ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের ভিড়। 

কমলাপুরে সকাল থেকে ১৭টা ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এসব ট্রেনের কোনোটিই বিলম্বে যায়নি। তবে একতা এক্সপ্রেস ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যাত্রীদের চাপে সেটি ছাড়তে প্রায় ৪০ মিনিট দেরি করে। সকালের সব ট্রেনে মোটামুটি ভিড় থাকলেও পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস গতকাল শনিবার রাতের মতো আজও ছাদে যাত্রী নিয়ে স্টেশন ত্যাগ করেছে। 

এর আগে গতকাল রাতে কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমণি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ছাদে যাত্রী বোঝায় করে ঢাকা ত্যাগ করে। এর মধ্যে কুড়িগ্রাম ও লালমণি সময় মেনে স্টেশন ত্যাগ করলেও পঞ্চগড় এক্সপ্রেস সাড়ে ১১টায় সময় থাকলেও রাত ২টা ৩০ মিনিটে স্টেশন ত্যাগ করে। 

রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছে। সকাল থেকে সব মিলিয়ে ১৭টি ট্রেন ঢাকা ছেড়েছে। সব শিডিউল মেনে কমলাপুর স্টেশন ত্যাগ করেছে। আশা করছি বাকি ট্রেনগুলোও একই রকম সময় মেনে ঢাকা ছাড়তে পারবে।’ 

গতকাল রাত ছাদে যাত্রী নেওয়ার ঘটনা নিয়ে শাহ আলম কিরণ জানান, তাঁরা সব সময়ই চান যাত্রীরা টিকিট কেটে নির্ধারিত আসনে বসে ভ্রমণ করুক।

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’