হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে নির্মাণাধীন কারখানায় হামলা: সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের শাস্তি দাবি

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন কারখানায় গভীর রাতে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ তুলে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে নির্মাণাধীন সেই কারখানায় সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ এই দাবি করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল বুধবার গভীর রাতে এইচ এস কে বিডি নামের নির্মাণাধীন ওই কারখানায় দুই শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী হামলা-ভাঙচুর চালায়। এ সময় সন্ত্রাসীরা কারখানার কয়েকজন কর্মচারীকে মারধর ও কারখানায় লুটপাট চালায় বলে অভিযোগ করা হয়। কারখানার পক্ষ থেকে দাবি করা হয়, তাতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সংবাদ সম্মেলনে কারখানার ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ‘গতকাল বুধবার গভীর রাতে চিহ্নিত সন্ত্রাসী আসাদুজ্জামান মানিক (৪৫) দুই শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে কারখানার মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আমরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় সন্ত্রাসীরা কারখানার নিরাপত্তা কর্মীদের মারধর করে টাকা ছিনিয়ে নেয়।’

জিল্লুর রহমান আরও বলেন, ‘সন্ত্রাসীরা এ সময় আমাদের কারখানার নিরাপত্তাকর্মী আজহারুল ইসলামকে ব্যাপক মারধর করে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ২০২২ সালে কারখানার নির্মাণ কাজ শুরু হয়। কাজ শুরুর পর থেকে বিভিন্ন সময় চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছে সন্ত্রাসী মানিক।’

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজমুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ সময় কারখানায় দুই শতাধিক বহিরাগত ছিল। তাদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল