জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আলী আকবর চুন্নুকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে চুন্নুকে রাজধানীর মোহাম্মদপুরে তাঁর অফিস থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে উদ্বেগ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘সরকার আবারও তাদের ক্ষমতা দখলে রাখার জন্য মরণখেলায় মেতে উঠেছে। সেই কামনা-বাসনা থেকেই ইতিমধ্যে আমাদের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তারই ধারাবাহিকতায় যুবদলের সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নুকে তুলে নেওয়া হয়েছে।’
অবিলম্বে চুন্নুকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করার দাবি জানান রিজভী।