হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্য বিলোপ আইন পাসের দাবি হরিজন ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্য বিলোপ আইন পাস ও স্থায়ী আবাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। বুধবার রাজধানীর প্রেসক্লাবে বৈষম্য বিলোপ আইন পাস, গোপীবাগে রেলওয়ে হরিজন কলোনি উচ্ছেদ বন্ধ ও স্থায়ী আবাসনসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব নির্মল চন্দ্র দাস। লিখিত বক্তব্যে তিনি ৬ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে বৈষম্য বিলোপ আইন পাস, সব জেলা-উপজেলা এবং শহর ও ইউনিয়নে বাসস্থানের ব্যবস্থা করা, ৮০ শতাংশ কোটার যথাযথ বাস্তবায়ন, লিখিত পরীক্ষা শিথিল ও আউটসোর্সিং বাতিল করা। 

তিনি বলেন, ‘আমরা যখন মন্ত্রণালয় বা অন্য কোথাও, যাই তখন আমাদের ঢুকতে দেওয়া হয় না। আমরা যদি কোথাও দোকান খুলি, সেখানেও হরিজন বলে নানা সমস্যার সম্মুখীন হই। হরিজনদের জন্য যে কোটা সরকার নির্ধারণ করে দিয়েছে, তা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। এসব নিয়োগ নিয়ে ঘুষ বাণিজ্য হচ্ছে। পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে লিখিত পরীক্ষার নামে হরিজনদের বঞ্চিত করা হচ্ছে। দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে একজন পরিচ্ছন্নতাকর্মীকে মাত্র ১ হাজার ৪০০ থেকে ৩ হাজার টাকা বেতন দেওয়া হয়। এটা দিয়ে কি চলা যায়?’

গোপীবাগ থেকে আসা এক হরিজন নারী বলেন, ‘আমাদের দুঃখের কথা শোনার কেউ নাই, আমাদের কোথাও ঠাঁই নাই।’ 

হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ লাল বলেন, ‘হরিজনদের উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন করতে হবে। দক্ষিণ সিটি করপোরেশনে অনেক হরিজনের চাকরি চলে যাচ্ছে। আমরা মেয়রের সঙ্গে সাক্ষাৎ চেয়েও পাইনি।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি লেবু বাশকর, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক বিমল ডোম ও হরিজন ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক আকাশ বাশকরসহ অন্যরা। 

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন