নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সাততলা বস্তি এলাকার সন্ত্রাসী সেন্টু মিয়াকে আটকের পর গণধোলাই দিয়ে অস্ত্রসহ গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় স্থানীয়রা সেন্টু মিয়াকে মারধর করে গুলশান পুলিশে খবর দেয়।
গুলশান থানার এসআই ফরহাদ বিন করিম আজকের পত্রিকাকে বলেন, ‘সেন্টু বস্তি এলাকার স্থানীয় সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা তাকে মারধর করে, পরে পুলিশ তাকে উদ্ধার করে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।’