ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী গণমাধ্যমকর্মী হেনস্তার ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নারী হেনস্তার ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী বলেন, ‘শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, এ দেশের সরকারও নারীর প্রতি সংবেদনশীল পরিবেশ তৈরিতে ব্যর্থ। দেশের বিভিন্ন প্রান্তে আমরা এরূপ নিপীড়ন ও হেনস্তার ঘটনা ঘটতে দেখছি। এ ধরনের ঘটনাগুলো আমাদের প্রশাসন ও সরকারের ব্যর্থতা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।’
এ ঘটনার দায় প্রশাসনকেই নিতে হবে উল্লেখ করে সংগঠনটির দপ্তর সম্পাদক অর্ণি আনজুম বলেন, ‘এ ধরনের হেনস্তার ঘটনা নতুন নয়। এ জন্য দায়ী রাষ্ট্রব্যবস্থা, শিক্ষাব্যবস্থা ও সিস্টেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের হেনস্তার ঘটনা ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য অশনিসংকেত।’
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি শ্যামজিৎ পাল শুভ্র বলেন, ‘ক্যাম্পাস এলাকায় এ ধরনের হেনস্তার ঘটনা সকল শিক্ষার্থীর জন্য লজ্জাজনক। সেই সঙ্গে এটি সকল নারী শিক্ষার্থীর জন্য হুমকির কারণ। এ ধরনের ঘটনায় সকলের প্রতিবাদ জানানো একান্ত জরুরি।’
নারীর প্রতি সকল ধরনের অন্যায়, নিপীড়ন ও হেনস্তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান অন্যান্য বক্তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি মাঈন আহমেদ, সহসাধারণ সম্পাদক সাদ আহমেদ, রিপিয়ন চাকমা প্রমুখ।