Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি, চীনা নারী আহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি, চীনা নারী আহত

গাজীপুরের কাশিমপুরে বাড়ির মালিক ও ভাড়াটিয়া চীনা নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ আট লাখ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গতকাল সোমবার দিবাগত রাতে মাধবপুর এলাকার মিয়াজুদ্দিন মিয়নের বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ সময় ডাকাতরা চীনা নারীর মাথায় আঘাত করে আহত করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহত ওই নারীর নাম জানা যায়নি। 

এদিকে আজ মঙ্গলবার সকাল গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনারসহ ডিবির একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

বাড়ির মালিক মিয়ন জানান, সোমবার রাতে সাত-আটজনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। মাথায় অস্ত্র ঠেকিয়ে আমার হাত-মুখ বেঁধে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ আট লাখ টাকা লুট করে নেয়। পরে তারা আমার ফ্ল্যাটের নিচতলায় থাকা চীনা নারীর রুমে নিয়ে যায়। সেখানে তিনি দরজা না খুলতে চাইলে লক ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে মাথায় আঘাত করে রক্তাক্ত করে। 

এ সময় চীনা ওই নারী নিচে পড়ে যান। ডাকাতরা তাঁর ঘর তছনছ করে পালিয়ে যায়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। পরে ডাকাতরা চলে যাওয়ার সময় নিচতলায় চীনা নারী নাগরিকের সামনে পড়ে গেলে তিনি চিৎকার করেন। 

এ সময় ডাকাতরা ওই নারীকে চিৎকার না করার জন্য বলে, কিন্তু তিনি চিৎকার করতে থাকেন। এ সময় ডাকাতরা তাঁকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা যাবে।’

সওজের জমি দখল করে সাইনবোর্ড, মাটি ভরাট

উত্তরায় ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জন গ্রেপ্তার

হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ৫ সদস্যের তদন্ত কমিটি

শূকরের বাচ্চা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা আহত

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

এটিজেএফবি অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

ঢাবি এলাকায় অটোরিকশা ভাঙচুর করে ছিনতাইচেষ্টা, আটক ৪

গজারিয়ায় মেঘনা নদীতে অজ্ঞাত তরুণের লাশ

দুটি ছাত্রসংগঠনের বাধার আশঙ্কায় ঢাবিতে আরেফিন সিদ্দিকের দোয়া মাহফিল স্থগিত

সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ