নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় দুই বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমান ঢাকার দোহারের বাসিন্দা আশিক মিয়া ওরফে খোকন। ২ ফেব্রুয়ারি থেকে দেশের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৪০ ফ্লাইটে যাত্রা করেন তিনি। সৌদি থেকে ১ ঘণ্টা যাত্রার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে ফ্লাইটের ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ ওমানের মাসকাট বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করেন। এরপর যাত্রীকে প্রথমে এয়ারপোর্টের ইমারজেন্সি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে কেআইএমএস হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে তাঁর ব্রেন স্ট্রোক এবং অসুস্থতার গুরুত্ব বিবেচনা করে ওই দিন রাতেই মাসকাটের বিখ্যাত সরকারি খওলা হাসপাতালের নিউরোলজি বিভাগে স্থানান্তর করা হয়। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে আইসিইউতে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। ১০ ফেব্রুয়ারি তাঁকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ২ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওমান অফিসের কর্মকর্তাদের তত্ত্বাবধানে যাত্রী আশিকের ওমানের ভিসা করা এবং ৩টি হাসপাতালে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে ১১ ফেব্রুয়ারি বিজি-৭২২ ফ্লাইটে দেশে এনে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে সকল খরচ বহনের ব্যাপারে হাসপাতাল ও এয়ারপোর্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে বিমানের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে।