হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

এই দেশে আর কোনো ফ্যাসিবাদ সরকারের ঠাঁই হবে না: মামুনুল হক

খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনসহ স্বৈরাচার শেখ হাসিনার আমলে তাঁর নির্দেশে হওয়া সকল হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতে হতে হবে। এ দেশে কোনো ফ্যাসিবাদ, জুলুমবাজ, কোনো স্বৈরাচারী সরকারকে মানুষ মেনে নেবে না।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাবিবপুর ঈদগাহ মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও পথসভায় মামুনুল হক এ মন্তব্য করেন।

হেফাজত নেতা মামুনুল হক বলেন, ‘শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কঠোর আন্দোলনের মুখে ফ্যাসিবাদ ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এ দেশে শেখ হাসিনার নির্দেশে হেফাজতের অসংখ্য নেতা-কর্মী, অসংখ্য শিক্ষার্থী, আলেম ওলামাসহ বিভিন্ন পেশার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। আমরা কঠোর ভাষায় বলতে চাই, এই দেশে আর কোনো ফ্যাসিবাদ সরকারের ঠাঁই হবে না।’

বাংলাদেশ খেলাফত মজলিশ সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও কেন্দ্রীয় সদস্য মাওলানা মহিউদ্দিন খান। এদিকে পথসভায় অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে শত শত নেতা-কর্মী পথসভায় অংশ নেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য