হোম > সারা দেশ > ঢাকা

এই দেশে আর কোনো ফ্যাসিবাদ সরকারের ঠাঁই হবে না: মামুনুল হক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনসহ স্বৈরাচার শেখ হাসিনার আমলে তাঁর নির্দেশে হওয়া সকল হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতে হতে হবে। এ দেশে কোনো ফ্যাসিবাদ, জুলুমবাজ, কোনো স্বৈরাচারী সরকারকে মানুষ মেনে নেবে না।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাবিবপুর ঈদগাহ মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও পথসভায় মামুনুল হক এ মন্তব্য করেন।

হেফাজত নেতা মামুনুল হক বলেন, ‘শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কঠোর আন্দোলনের মুখে ফ্যাসিবাদ ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এ দেশে শেখ হাসিনার নির্দেশে হেফাজতের অসংখ্য নেতা-কর্মী, অসংখ্য শিক্ষার্থী, আলেম ওলামাসহ বিভিন্ন পেশার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। আমরা কঠোর ভাষায় বলতে চাই, এই দেশে আর কোনো ফ্যাসিবাদ সরকারের ঠাঁই হবে না।’

বাংলাদেশ খেলাফত মজলিশ সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও কেন্দ্রীয় সদস্য মাওলানা মহিউদ্দিন খান। এদিকে পথসভায় অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে শত শত নেতা-কর্মী পথসভায় অংশ নেন।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন