রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগরে পেঁয়াজখেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত যুবকের নাম কামরুজ্জামান (২২)। তিনি ওই এলাকার মহর আলীর ছেলে।
স্থানীয়দের ধারণা, রাতে মাঠে থাকা বৈদ্যুতিক মোটর বা তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, লাশের শরীরে বিদ্যুতায়িত হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার লোচনপুরা-বোয়ালমারা সবজি মাঠে পেঁয়াজখেতে বৈদ্যুতিক খুঁটির পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন কৃষকেরা। এর পাশেই তাঁরা একটি তার কাটার কাটার মেশিন, প্লায়ার্স দেখতে পান। খবর পেয়ে পরিবার মরদেহ বাড়ি নিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ বলেন, খবর পেয়ে বাড়ি থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুরতহালে বিদ্যুতায়িত হওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ চলছে।