হোম > সারা দেশ > ঢাকা

ছাত্র অধিকার পরিষদের ১৮ জনের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা 

ঢাবি প্রতিনিধি

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় শুক্রবার হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ১৮ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আবরার ফাহাদ স্মৃতি সংসদের সদস্যরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত। 

মামলায় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মো. তরিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম রুবেল হোসেন, সদস্য মো. তসলিম হোসাইন অভি ও মিজান উদ্দিন, ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সহসভাপতি আসিফ মাহমুদ, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক আব্দুল কাদের, ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সহসভাপতি মো. রাকিব, বংশাল থানা ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. ওমর ফারুক জিহাদ, ছাত্র অধিকার পরিষদের কর্মী তাওহীদুল ইসলাম তুহিন, মামনুর রশিদ, নাজমুল হাসান, মো. সাদ্দাম হোসেন, ইউসুফ হোসেন, মো. বেলাল হোসেন, মো. আবু কাউছার হাওলাদার এবং মাহফুজুরকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘আসামিরা লাঠি, হকিস্টিক ও রড নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমি (নাজিম), মাহবুব খান, কাজী ইব্রাহিম, আরিফ শাহরিয়ারকে মারপিট করে। আসামি আকতার, আকরাম ও মাহফুজ তাদের হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করলে আমার ডান চোখের ওপরে গুরুতর জখম হয়। আহত হওয়ার পরে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে সেখানেও অতর্কিতভাবে আসামিরাসহ অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জন একসঙ্গে হামলা চালায়। আমাদের হত্যার উদ্দেশ্যে এই হামলা করে তারা।’ 

হামলার ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, আবরার ফাহাদ স্মৃতি সংসদের কর্মসূচি শুরু হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। এতে উভয় পক্ষের ধস্তাধস্তি হয়। পরে আহতদের মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানেও হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফা বলেন, ‘নাজিম উদ্দীন নামে এক ছাত্রলীগ নেতা তাদের ওপর হামলার অভিযোগ এনে ছাত্র অধিকার পরিষদের ১৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়েছে। আমরা মামলা গ্রহণ করেছি।’

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের ওপর হামলা করা হয়েছে বলে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানায় বর্তমানে ছাত্র অধিকার পরিষদের ২০ জন নেতা-কর্মী আটক রয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭