হোম > সারা দেশ > ঢাকা

ভুল চিকিৎসায় কিডনি বিকল: ল্যাবএইডের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায় ইউসুফ মজুমদার ওরফে শাকিলের দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই নির্দেশ দেন। 

এ ছাড়া শাকিলকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। হাসপাতাল কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।  

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, ‘ভুল চিকিৎসার অভিযোগটি দুই মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন।’  

তিনি আরও বলেন, ল্যাব এইড ষ্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক এইচ আর হারুনের ভুল চিকিৎসায় ভুক্তভোগীর দুটি কিডনিই বিকল হয়ে গেছে। এখন দুটি কিডনিই পরিবর্তন করতে হবে। তাই ক্ষতিপূরন চেয়ে গত ১ জানুয়ারি রিট করা হয়।

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

সেকশন