Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুর গণপূর্তে নানা অনিয়ম, দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর গণপূর্তে নানা অনিয়ম, দুদকের অভিযান
মাদারীপুরে গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে সরকারি বহুতল ভবন নির্মাণে অনিয়ম, কাজ না করে অতিরিক্ত বিল উত্তোলনসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার অভিযানে নেতৃত্ব দেন দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।

দুদক সূত্রে জানা গেছে, অতিরিক্ত ব্যয়ে মাদারীপুর সরকারি সমন্বিত ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ পায় দুদক। এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল নির্মাণ ও মালামাল ক্রয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে জেলার বেশ কয়েকটি সরকারি ভবনে বার্ষিক মেরামত না করে অতিরিক্ত বিল উত্তোলন করে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। গণপূর্তে কর্মরত ব্যক্তিরা নিজেদের ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে লাইসেন্স করে এই দপ্তরের কাজ বাস্তবায়ন করে বিল তুলে নেন বলেও অভিযোগ রয়েছে। এসব ঘটনায় দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে গণপূর্তের মাদারীপুর কার্যালয়ে অভিযান চালানো হয়।

দুদক সূত্র আরও জানায়, অনিয়মে সরাসরি জড়িত ছিলেন সাবেক নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান ও তৎকালীন উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার হোসেন (বর্তমানে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে)। বিশেষ সুবিধা দিতে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন এই দুই কর্মকর্তা। এসব অভিযোগ থাকায় তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে দুদক। এ ছাড়া এই কার্যালয় থেকে সংশ্লিষ্ট কাজের নথিও জব্দ করা হয়েছে। যাচাই–বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। পরে প্রধান কার্যালয়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দুদক।

সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, গণপূর্ত অধিদপ্তরে একাধিক অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদারীপুর দুদক অফিসের সাত সদস্যের টিম কাজ করে। অভিযোগ যাচাই–বাছাই করা হচ্ছে। তথ্যপ্রমাণ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

আনন্দের ঈদ শেষে ঢাকা ফিরছে নগরবাসী

সখীপুরে স্থানীয়দের দেওয়া আগুনে পুড়ছে সংরক্ষিত বন

জনবল সংকটে ধুঁকছে জিসিসি

মেঘনা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর বাড়ি লুট

মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত, চালকসহ গ্রেপ্তার ২

ডিসেম্বরের পরে জুনে বলবে, ফ্যাসিস্টের জন্মদিনে নির্বাচন হতে পারে না: ফজলুর

নারায়ণগঞ্জে বাড়ির দেয়ালে চিঠি দিয়ে ডাকাতির হুমকি

গুলশান-বনানীর সড়কে ইউটার্ন ব্যবহারে ডিএমপির নতুন নির্দেশনা