Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিবেদক

রামপুরায় ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

রাজধানীর রামপুরায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম হাফিজুর রহমান (১৮)। এতে আহত হয়েছে আকাশ আহমেদ (১৭) নামের আরেক শিক্ষার্থী। 

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম রামপুরা ওয়াবদা রোড জাহাজ বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে হাফিজকে মৃত ঘোষণা করেন। 

নিহত হাফিজ সিদ্ধেশ্বরী কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। 

আহত আকাশ বলে, সে নিজে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র, বাসা পশ্চিম রামপুরা ওয়াবদা রোড এলাকায়। দেশের বন্যাদুর্গতদের সহায়তার জন্য তারা ফান্ড কালেকশনের জন্য জাহাজ বিল্ডিং মাহমুদ ডেকোরেটরের সামনে বাক্স তৈরি করছিল। তখন হঠাৎ পাঁচ-ছয়জন এসে অতর্কিত তাদের ওপর আক্রমণ করে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন। 

তবে হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। 

নিহত হাফিজের চাচাতো ভাই মাহবুবুর রহমান বলেন, হাফিজদের বাসা পশ্চিম রামপুরা ওলন রোড এলাকায়। বাবার নাম মো. লুৎফর রহমান। হাফিজ সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। ৫ আগস্টের দিন হাজিপাড়া এলাকা থেকে কিছু পোলাপান আসে হাফিজের এক বন্ধুকে খুঁজতে। না পেয়ে হুমকি–ধমকি দিয়ে চলে যায়। ধারণা করা হচ্ছে, আজকে আবারও তারাই জাহাজ বিল্ডিং এলাকায় আসে এবং হাফিজসহ আকাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের নাম–পরিচয় জানতে পারিনি। তবে সেখানে সিসিটিভি ফুটেজ আছে। ফুটেজ দেখলে সবাইকে চেনা যাবে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাফিজের পা, কোমরসহ বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর আহত আকাশের পাঁজরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার পরামর্শের অন্ধ অনুসরণ নয়: টিআইবি

আদালতে কান্না তুরিনের, ক্ষোভ প্রকাশ শাজাহানের

বুয়েটে প্রথমবারের মতোরিনিউয়েবল এনার্জি ফেস্ট

ভুয়া চিকিৎসা সনদে পেশাদার লাইসেন্স