হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মেরাদিয়া নয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. রাসেল (৪৫), মো. মীর হোসেন (২৪) ও মো. আবুল হাসান (২২)। এ ঘটনায় লুট হওয়া একটি মোটরসাইকেল ও একটি কম্পিউটারের সিপিইউ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৯ অক্টোবর রাতে রাজধানীর খিলগাঁওয়ে কনস্ট্রাকশন সল্যুশনস নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে ঢুকে রাসেলসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা লুট করে।

পরে একটি ট্রাকে করে গোডাউনে থাকা প্রায় তেত্রিশ লাখ টাকার মালামাল, একটি মোটরসাইকেল ও ১৫টি মোবাইলফোন নিয়ে যায়। মোটরসাইকেলটি কুমিল্লা হাইওয়েতে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে দাউদকান্দি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে হাইওয়ে পুলিশ গত ৯ অক্টোবর মোটরসাইকেলটি উদ্ধার করে।

তিনি জানান, এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে খিলগাঁও থানার মেরাদিয়া নয়াপাড়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে খিলগাঁও থানায় রুজু করা ডাকাতি মামলায় রিমান্ডের আবেদন করে আদালতে তোলা হলে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

সেকশন