হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

দুই সন্তানকে হত্যার খবরে পল্লবীর বাগেরটেক এলাকায় স্থানীয়রা ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর পল্লবীতে তিন ও সাত বছরের দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর বাগেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম রোহান (৭) ও মুসা (৩)। তারা আহাদ মোল্লা ও রোজিনা আক্তার দম্পতির সন্তান। তাঁরা পল্লবীর বাগেরটেক এলাকার একটি তিনতলা বাড়ির নিচতলায় থাকেন। আহাদ মোল্লা বাসাবাড়িতে নিরাপত্তার কাজ করেন এবং রোজিনা আক্তার মেসে রান্না করেন।

নিহত দুই শিশুর মা রোজিনা আক্তার জানান, আজ সকালে আহাদ কাজ শেষে বাসায় আাসেন। সকালে দুই সন্তানকে তাঁর কাছে রেখে মেসে রান্না করতে যান তিনি। সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন, তাঁর সন্তানদের গলাকেটে হত্যা করে নিজে গলাই ছুরি চালান আহাদ মোল্লা। খবর পেয়ে তিনি বাসায় ছুটে আসেন। বেলা ২টার দিকে পল্লবী থানা পুলিশ শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আদিল হোসেন বলেছেন, পারিবারিক কলহসহ বিভিন্ন বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহাদ মোল্লাকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য