ঢামেক প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। চিকিৎসাধীন আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শান্ত।
শান্তর বন্ধু জীবন আহমেদ জানায়, তেমন কিছু করতো না শান্ত। গতরাতে বাসার পাশে মাদ্রাসার গলিতে কয়েকজন তাকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। যারা ছুরি মেরেছে তারা পাশের এলাকার।
শান্তর বড় ভাই মিরাজ হোসেন জানান, রাতে শুকুর নামে এক কিশোরসহ কয়েকজন এলাকায় একটি বাসায় সাইকেল চুরি করার সময় দারোয়ান তাদের আটক করে। এটি শুনে সেখানে গিয়েছিল শান্ত। তখন শুকুর শান্তর বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। রাতেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছে। তাদের বাসা হাজারীবাগ ১০ নং গলিতে। বাবার নাম আফজাল হোসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা–পুলিশ তদন্ত করছে।