হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কিশোরগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার মো. ওয়ারেসুজ্জামান টুটুল। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে আহত করা ও হত্যাচেষ্টার মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়ারেসুজ্জামান টুটুলকে (৪৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে জেলা শহরের নগুয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম সাংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

আসামি মো. ওয়ারেসুজ্জামান টুটুলের বাড়ি জেলা শহরের নগুয়া এলাকায়। মামলার বাদী সাজ্জাদ হোসেন কিশোরগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।

মামলার বিবরণে জানা গেছে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতা–কর্মীদের একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের খড়মপট্টি এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূরসহ দলের অন্য নেতাদের হুকুমে আওয়ামী লীগের নেতা–কর্মীরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ছাত্র–জনতার ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তা ছাড়া একই সময়ে আওয়ামী লীগের নেতা–কর্মীদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে বাদী সাজ্জাদ হোসেনসহ অনেকে আহত হন।

হামলার ঘটনায় মো. সাজ্জাদ হোসেন বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দা জাকিয়া নূরসহ আওয়ামী লীগের ৬২ নেতা–কর্মীর নামে ও অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, মামলার তদন্ত সূত্রে আসামি টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে টুটুল পালিয়ে বেড়াচ্ছিলেন। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসামি টুটুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন