Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নগরকান্দায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় চালক নিহত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

নগরকান্দায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় চালক নিহত

ফরিদপুরের নগরকান্দায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় লাগে। এতে ঘটনাস্থলেই বাস চালক সুমন মারা যান। বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী-বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে ‘আসা ইসলাম’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সোহানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

জানান, ঢাকার থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় বাস চালক ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে পরিবহনটি একই সড়কের উপজেলার শ্রীঙ্গাল নামক স্থানে একটি প্রাইভেট কারকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে প্রাইভেট কারের যাত্রী সৌদি প্রবাসী বাবা-ছেলে আহত হন। আহত বাবা আবুল হোসেন ও ছেলে সৈয়দ ইয়াসিন হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে। 

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাট: ৭ জন কারাগারে, কিশোর উন্নয়ন কেন্দ্রে ৭

হিযবুত তাহরীরের ১৭ সদস্য ৫ দিনের রিমান্ডে

মাগুরার শিশুটিকে নেওয়া হলো সিএমএইচে

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিলে দেরিতে অ্যাকশনের ব্যাখ্যা দিলেন ডিএমপি কমিশনার

রিমান্ড শেষে আবার কারাগারে সালমান-মামুন

রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম

প্রেসক্লাবের ভেতর সাশ্রয়ী মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি

৪ বছরের শিশু ধর্ষণকালে ১৩ বছরের কিশোর আটক

সংগীত পরিচালক সুমন আহম্মেদ রঞ্জনের মৃত্যুবার্ষিকী পালিত

মোহাম্মদপুর-উত্তরা থেকে নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর ৪ সদস্য গ্রেপ্তার