হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় চালক নিহত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় লাগে। এতে ঘটনাস্থলেই বাস চালক সুমন মারা যান। বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী-বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে ‘আসা ইসলাম’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সোহানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

জানান, ঢাকার থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় বাস চালক ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে পরিবহনটি একই সড়কের উপজেলার শ্রীঙ্গাল নামক স্থানে একটি প্রাইভেট কারকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে প্রাইভেট কারের যাত্রী সৌদি প্রবাসী বাবা-ছেলে আহত হন। আহত বাবা আবুল হোসেন ও ছেলে সৈয়দ ইয়াসিন হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে। 

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে