হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পুলিশের হাতে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে মনির হোসেন ওরফে ফিটিং মনিরসহ অপহরণ চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ। এ সময় তাদের কাছে জিম্মি থাকা মো. আব্দুর রাজ্জাককে উদ্ধার করে পুলিশ।

গতকাল রোববার কামরাঙ্গীরচর ও তার আশপাশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফিটিং মনির হোসেন, মো. কুদ্দুছ, ফজলুল হক, রহিম মিয়া ও সোহরাব হোসেন। গ্রেপ্তারে সময় তাদের কাছ থেকে মুক্তিপণের সাড়ে ৯ হাজার টাকাসহ আব্দুর রাজ্জাককে উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা। তিনি বলেন, ভুক্তভোগীর স্ত্রী গত ২৪ ফেব্রুয়ারি কামরাঙ্গীরচর থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করেন। মামলার তদন্তে নেমে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীর স্ত্রীর এজাহার থেকে জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি বিকেলে তার স্বামী আব্দুর রাজ্জাক বাসা থেকে বের হয়। ওইদিন রাত পৌনে ৮টার দিকে স্বামীর মোবাইল থেকে কল আসে। কল রিসিভ করতেই অপরিচিত কণ্ঠে কথা শুনে ভয় পেয়ে যাই। তারা জানায় রাজ্জাককে অপহরণ করা হয়েছে। তাকে মুক্ত করতে হলে দুই লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। মুক্তিপণ না পেলে তাকে মেরে ফেলবে বলে মারধর করে শুরু করে। এ সময় স্বামীকে বাঁচাতে অপহরণকারীদের বিকাশ নম্বরে কয়েক বারে ৩০ হাজার টাকা পাঠাই।

পুলিশ বলছে, কামরাঙ্গীরচর এলাকায় ফিটিং মনির বিভিন্ন মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে। তাদের নামে ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা করেছে বলে জানান এই কর্মকর্তা।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে