হোম > সারা দেশ > ঢাকা

বিনা মূল্যে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন যুবলীগ নেতা দীপ

প্রতিনিধি, গাজীপুর

হটলাইনে ফোন করলেই করোনা আক্রান্ত রোগীর বাড়িতে বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন গাজীপুর মহানগরের যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম দীপ। গত ৭ জুলাই থেকে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মানবিক এ কার্যক্রম চালু করেছেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক। 
অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার পাশাপাশি করোনা মহামারির শুরু থেকেই বিপর্যস্ত মানুষের জন্য ত্রাণ ও খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছেন দীপ।

এ কাজে তাঁর সঙ্গে রয়েছে স্থানীয় যুবলীগ কর্মীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী টিম। দিন হোক কিংবা রাত–হটলাইনে ফোন পেলেই মোটরসাইকেলে করে সিলিন্ডার নিয়ে স্বেচ্ছাসেবীরা পৌঁছে যাচ্ছেন রোগীর বাড়িতে। গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের যে কোনো এলাকার বাসিন্দাদের জন্য সার্বক্ষণিকভাবে এ সেবা চালু থাকবে।
 
তৌহিদুল ইসলাম দীপ জানান, করোনা সংক্রমণের বর্তমান প্রেক্ষাপটে আক্রান্ত রোগীদের জন্য জরুরিভিত্তিক অক্সিজেন সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। আবার চাইলেই সবার পক্ষে নিজস্ব উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করাও সম্ভব নয়। এমন পরিস্থিতি বিবেচনায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে গাজীপুর মহানগর যুবলীগের নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে ‘ফ্রি অক্সিজেন সেবা’ কার্যক্রম চালু করা হয়েছে। নগরীর ৫৭টি ওয়ার্ডের যে কোনো এলাকার বাসিন্দারা যে কোনো সময়ে হটলাইনে কল দিলেই স্বেচ্ছাসেবী টিম রোগীর বাড়িতে গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।

বিনা মূল্যে অক্সিজেন সেবা পেতে ফোন দিতে হবে এই নম্বরে–০১৭১৩৬০৪৯০৪।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন