Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

করিমগঞ্জের ২ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি

করিমগঞ্জের ২ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই ওয়ার্ডের সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। সেই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালতে তা গৃহীত হয়। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের সাময়িক বরখাস্ত করেছে। পাশাপাশি কেন তাদের চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, এ মর্মে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। তাঁরা কারণ দর্শানোর সন্তোষজনক জবাব না দিতে পারলে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।’

সাময়িক বরখাস্তকৃতরা হলেন—জাফরাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মতিউর রহমান ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহাগ মিয়া।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট টিসিবির ডিলার আব্দুল কুদ্দুস ও ট্যাগ অফিসার খায়রুল ইসলামকে সরকারি কাজে বাধা দান, মারধর দিয়ে জখম করা ও ভয় দেখানোর অভিযোগ ওঠে ইউপি সদস্য মো. মতিউর রহমান ও মো. সোহাগ মিয়ার বিরুদ্ধে। পরে জাফরাবাদ ইউনিয়ন পরিষদের সচিব মো. আমির হামজা বাদী হয়ে গত ৩ আগস্ট করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিল করলে আদালতে তা গৃহীত হয়।

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল