Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঘূর্ণিঝড় ইয়াস: উত্তাল পদ্মা, ফেরি চলাচল বন্ধ

প্রতিনিধি

ঘূর্ণিঝড় ইয়াস: উত্তাল পদ্মা, ফেরি চলাচল বন্ধ

শিবচর (মাদারীপুর): ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পদ্মা উত্তাল হয়ে ওঠায় আজ বুধবার ভোর ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ইয়াসের প্রভাবে আজ ভোর থেকে ঝোড়ো বাতাস প্রবাহিত হওয়ায় পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। মাঝ পদ্মায় বড় বড় ঢেউ তৈরি হয়েছে। দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধের ১৪ ঘণ্টা পর ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবের গতকাল বিকেল থেকে নদী কিছুটা উত্তাল হয়ে উঠে। দুর্ঘটনা এড়াতে তখন লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরে রাত দুইটার দিকে ডাম্প ফেরি বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া আজ ভোর ছয়টা থেকে রোরো, কেটাইপ ও মিডিয়ামসহ সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'কর্তৃপক্ষের নির্দেশে গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।'

বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী বলেন, 'পদ্মা উত্তাল থাকায় আজ ভোর থেকে সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে।'

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে