শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নীলগাই, জেব্রা ও কমন ইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন অতিথি। গত দুই মাসের মধ্যে পার্কে প্রাণীগুলো নতুন শাবকের জন্ম দিয়েছে। জন্ম নেওয়া শাবকগুলো পার্কের নিজস্ব বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি করে সময় পার করছে। পার্ক কর্তৃপক্ষ বিশেষ নজরদারি করছে জন্ম নেওয়া শাবক ও মায়েদের।
আজ মঙ্গলবার সকালে পাঁচ শাবক জন্মের বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, গত সেপ্টেম্বর মাসের ৫ তারিখে একটি ও ১৩ সেপ্টেম্বর একটিসহ মোট দুটি জেব্রা শাবকের জন্ম হয়। গত ৯ আগস্ট আফ্রিকার প্রাণী কমনইল্যান্ড শাবকের জন্ম হয়। এ ছাড়া গত ৭ অক্টোবর নীলগাইয়ের দুটি শাবকের জন্ম হয়।
পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ছোট-বড় মিলিয়ে মোট ২৯টি জেব্রা রয়েছে। তার মধ্যে ১৬টি পুরুষ এবং ১৩টি মাদি জেব্রা। নতুন জন্ম নেওয়া শাবক নিয়ে পার্কে কমনইল্যান্ডের সংখ্যা চার। তার মধ্যে দুটি পুরুষ ও দুটি মাদি। এ ছাড়া নতুন জন্ম নেওয়া শাবক নিয়ে পার্কে নীলগাইয়ের সংখ্যা মোট আট।