হোম > সারা দেশ > গাজীপুর

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নীলগাই, কমন ইল্যান্ড ও জেব্রা পরিবারে নতুন পাঁচ অতিথি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নীলগাই, জেব্রা ও কমন ইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন অতিথি। গত দুই মাসের মধ্যে পার্কে প্রাণীগুলো নতুন শাবকের জন্ম দিয়েছে। জন্ম নেওয়া শাবকগুলো পার্কের নিজস্ব বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি করে সময় পার করছে। পার্ক কর্তৃপক্ষ বিশেষ নজরদারি করছে জন্ম নেওয়া শাবক ও মায়েদের।

আজ মঙ্গলবার সকালে পাঁচ শাবক জন্মের বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, গত সেপ্টেম্বর মাসের ৫ তারিখে একটি ও ১৩ সেপ্টেম্বর একটিসহ মোট দুটি জেব্রা শাবকের জন্ম হয়। গত ৯ আগস্ট আফ্রিকার প্রাণী কমনইল্যান্ড শাবকের জন্ম হয়। এ ছাড়া গত ৭ অক্টোবর নীলগাইয়ের দুটি শাবকের জন্ম হয়।

পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ছোট-বড় মিলিয়ে মোট ২৯টি জেব্রা রয়েছে। তার মধ্যে ১৬টি পুরুষ এবং ১৩টি মাদি জেব্রা। নতুন জন্ম নেওয়া শাবক নিয়ে পার্কে কমনইল্যান্ডের সংখ্যা চার। তার মধ্যে দুটি পুরুষ ও দুটি মাদি। এ ছাড়া নতুন জন্ম নেওয়া শাবক নিয়ে পার্কে নীলগাইয়ের সংখ্যা মোট আট।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গত দুই মাসে পার্কে নতুন করে পাঁচটি শাবকের জন্ম হয়েছে। তার মধ্যে দুটি জেব্রা শাবক, দুটি নীলগাই এবং একটি কমনইল্যান্ড। প্রতিটি প্রাণী শাবকের জন্মের পর পার্ক কর্তৃপক্ষ তাদের বিশেষ নজরদারির মধ্যে রাখে। জন্ম নেওয়া শাবকগুলো মায়ের সঙ্গে ছোটাছুটি করে সময় পার করছে। সবগুলো সুস্থ স্বাভাবিক রয়েছে। মা ও জন্ম নেওয়া শাবকের জন্য বিশেষ খাবার পরিবেশ করা হচ্ছে নিয়মিত।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে পার্কে বিভিন্ন বিদেশি প্রাণীর জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে, যার জন্য বিভিন্ন প্রাণী নিয়মিত শাবকের জন্ম দিচ্ছে। পার্কটিকে কী করে দর্শনার্থীদের জন্য বাংলাদেশের অন্যতম একটি বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়টি মাথায় নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য