হোম > সারা দেশ > ঢাকা

মৈত্রী এক্সপ্রেস থেকে সাড়ে চার কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে কোলকাতাগামী ট্রেনে অভিযান চালিয়ে আট যাত্রীর শরীর থেকে সাড়ে ৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ক্যান্টনমেন্ট স্টেশনে কোলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে এই অভিযান চালানো হয়। এ সময় স্বর্ণ চোরাচালান চক্রের আট সদস্যকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক মো. শাকিল খন্দকার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন মো. সোহেল রানা (৪৭), বিল্লাল ব্যাপারী (৫২), তাজবির আহমেদ (৩৮), নাজমুল হাসান নীরব (৩০), মো. শাহে আলম (৪০), মো. নাদিম (৪১), সুলতান চৌধুরী (২৬) ও মো. সুমন (৩৬)।

শফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। এ সময় ভারতগামী আট বাংলাদেশি যাত্রীর শরীরে তল্লাশি করা হয়, যারা নিয়মিত এই রুটে যাতায়াত করেন। এসব যাত্রীর শরীরের মলদ্বারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব বারের ওজন ৬ কেজি ৫৪৭ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

শফিকুল ইসলাম আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বার ঢাকার কাস্টম হাউসে জমা দিয়ে আটককৃতদের বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

সেকশন