হোম > সারা দেশ > ঢাকা

সেপটিক ট্যাংকে ৩ শ্রমিক নিহতের ঘটনায় দোষীদের শাস্তি দাবি 

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীসহ তিনজনের মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাভার আশুলিয়ার শ্রমিকনেতারা। আজ বৃহস্পতিবার দুপুরে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের শিমুলতলা এলাকায় এই মানববন্ধন করা হয়।

গতকাল বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন্স (বিডি) লিমিটেডের সেপটিক ট্যাংক থেকে মৃত তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন খুলনার বটিয়াঘাট থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে মো. রাকিব (২২) এবং রংপুরের গঙ্গাচড়া থানার ফেরদৌস রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৭)। তাঁরা দুজনেই কারখানার শ্রমিক। এ ছাড়া স্থানীয় পরিচ্ছন্নতাকর্মী মো. মিঠু (২২)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে।

গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন বলেন, ‘ঘটনা সাড়ে পাঁচটায়, অথচ রাত আটটার পরে তাঁদের বোধগম্য হয়েছে যে ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে। এর আগে ফায়ার সার্ভিস, পুলিশ কাউকেই কিছু জানানো হয়নি। প্রতিবার এই ধরনের ঘটনা ঘটে মালিকদের উদাসীনতায়। মালিকেরা লাভের নেশায় মত্ত থাকেন, তারপর সেটাকে দুর্ঘটনা বলে চালানো হয়। আমরা বলতে চাই, এটা কোনো দুর্ঘটনা না। এটা হত্যাকাণ্ড। আমরা এর বিচার চাই। যারা মারা গেছেন, সবাই শ্রমিক ছিলেন। আইন অনুযায়ী আমরা তাঁদের সারা জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দাবি করছি।’ 

মানববন্ধনে শ্রমিকনেতারা বলেন, ‘মালিকের উদাসীনতার কারণে এই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত তিনজনের মধ্যে দুজন ওই কারখানার অপারেটর পদে চাকরি করতেন। তাঁরা কীভাবে সেপটিক ট্যাংকের ভেতর গেল। আমরা ধারণা করছি জোরপূর্বক তাঁদের ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল।’

নিটিং ফ্যাশন্স (বিডি) লিমিটেডে গতকাল বেলা তিনটার দিকে সেপটিক ট্যাংকে নেমে নিখোঁজ হন তিন শ্রমিক। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে ওই শ্রমিকদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭