হোম > সারা দেশ > ঢাকা

১৩ কোটি টাকার অবৈধ সম্পদ: ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে রাজধানীর বাড্ডার এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- মধ্য বাড্ডার ব্যবসায়ী মো. মাসুদুর রহমান (৪৫) ও তার স্ত্রী এলিজা আক্তার উর্মি (৩৯)। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সেই সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

ব্যবসায়ী মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে দুদক ২০১৭ সালে নোটিশ পাঠিয়ে তাকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেয়। সেই অনুযায়ী নির্ধারিত সময়ে একই বছর সম্পদ বিবরণী দাখিল করেন মাসুদুর। 

পরে তা যাচাই-বাছায় শেষে তার ৮ কোটি ৪২ লাখ ৯৩ হাজার টাকার বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া যায়। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলায় দুদক আইন, ২০০৪ এর ২৭(২) ধারা অভিযোগ আনা হয়।

অপর মামলায় এলিজা আক্তার উর্মির বিরুদ্ধে অভিযোগ, তিনি দুদকের নির্দেশে সম্পদ বিবরণী দাখিল করার পর তা যাচাই-বাছাই শেষে তার নামে ৪ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। এ ঘটনায় মামলায় তার বিরুদ্ধে দুদক আইনের একই ধারায় অভিযোগ আনা হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য