ঢামেক প্রতিবেদক
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পারুল বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন। তবে কোন গাড়ি ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে ডেমরার কোনাপাড়ার বাঁশেরপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকালে সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ভোরে কোনো একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, ঘটনার পর ওই নারীর নাম-ঠিকানা জানা না গেলে পরে তার স্বজনরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
পারুল বেগমের ভাতিজা মো. মেহেদী হাসান রিজভী জানান, পারুল বেগমের স্বামীর নাম সাহেব আলী। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার লতরদি গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী মাতুয়াইল পশ্চিমপাড়া মৃধাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন।
তিনি আরও জানান, পারুল বেগম বেশ কিছুদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝেমধ্যেই বাসার কাউকে কিছুই না বলে বের হয়ে যেত। গতকাল কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর কোথাও পাওয়া যায়নি। আজ রোববার সকালে জানতে পারেন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। মরদেহ ঢাকা মেডিকেলে আছে। পরে হাসপাতালে মরদেহ শনাক্ত করি।