হোম > সারা দেশ > মাদারীপুর

ধর্মঘটে দুর্ভোগে ফরিদপুরগামী যাত্রীরা

শিবচর (মাদারীপুর) মাদারীপুর

ফরিদপুরে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। এতে মাদারীপুর থেকে ফরিদপুর রুটের বাসসহ সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই ধর্মঘট চলবে আজ শুক্রবার সকাল ৬টা থেকে আগামীকাল শনিবার রাত ৮টা পর্যন্ত। এদিকে ফরিদপুরে যেতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। 

খোঁজ নিয়ে দেখা গেছে, ফরিদপুর সদর থেকে মাদারীপুর সদর পর্যন্ত কোনো পরিবহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে অন্যান্য জেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বাস বন্ধ থাকায় যাত্রীরা জরুরি প্রয়োজনে বাড়তি টাকা খরচ করে মাদারীপুর থেকে ভেঙে বিকল্প সড়কে ফরিদপুরে যাচ্ছেন বলে জানা গেছে। 

ফরিদপুরগামী যাত্রীরা জানান, সকাল থেকে চেষ্টা করেও ফরিদপুরে যেতে পারছেন না তাঁরা। চিকিৎসাসহ প্রয়োজনীয় কাজে ফরিদপুরে যেতে না পেরে বাড়ি ফিরে গেছে অসংখ্য মানুষ। 

এদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে এক্সপ্রেসওয়েতে অবস্থান করে ঢাকা এবং দক্ষিণাঞ্চলগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় ঢাকাগামী যাত্রীদের সংখ্যা কম দেখা গেছে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্ট্যান্ডে। এ ছাড়া সার্ভিস সড়কে থ্রি-হুইলারও চলতে দেখা গেছে। শিবচরের পাঁচ্চর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যানবাহন চলছে। 

যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘মাদারীপুর থেকে ভেঙে ভেঙে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যাই। কিন্তু ফরিদপুরের গাড়ি পাইনি। কোনো সিএনজি অটোরিকশা বা ইজিবাইকও নেই যে বিকল্প উপায়ে যাব। অনেক যাত্রী বাড়ি ফিরে গেছেন।’ 

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ধর্মঘটের কারণে শুক্রবার এক্সপ্রেসওয়েতে ফরিদপুরগামী যানবাহন নেই। তবে দূরপাল্লার সব যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বিএনপির সমাবেশকে ঘিরে সার্বিক নিরাপত্তার জন্য শনিবার হাইওয়েতে পুলিশের বাড়তি তৎপরতা থাকবে। 

মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, ‘ফরিদপুরে বিএনপির সমাবেশ নষ্ট করার জন্য সরকারি দলের লোকজন বাস চলাচল বন্ধ রেখেছে। কিন্তু আমাদের নেতা-কর্মী ও জনগণকে কোনোভাবেই ফরিদপুরে যাওয়া আটকাতে পারবে না। আমরা আমাদের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সঠিক সময়ে গিয়ে ফরিদপুরের সমাবেশ সফল করব।’ 

মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার বলেন, ‘আমরা বিএনপির সমাবেশ বানচাল করার উদ্দেশ্য নিয়ে বাস চলাচল বন্ধ করিনি। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে দুই দিন মাদারীপুর থেকে ফরিদপুরে কোনো যানবাহন ছেড়ে যাবে না।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭