Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেল: পরিচালকের অনুমতি ছাড়া কথা বলা নিষেধ

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল: পরিচালকের অনুমতি ছাড়া কথা বলা নিষেধ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অনুমতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পুরোনো নির্দেশনা নতুন করে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তবে অনেক আগে থেকেই নির্দেশনা ছিল হাসপাতালে প্রবেশের আগে গণমাধ্যমকর্মীদের অবশ্যই অনুমতি নিতে হবে। 

আজ শনিবার চিঠি আকারে এই নির্দেশনা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। 

পরিচালক বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক আগে থেকেই নিয়ম ছিল গণমাধ্যম ব্যক্তিরা হাসপাতালে প্রবেশ করলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। তাঁদের সঙ্গে আমরা আনসার সদস্যদের দিয়ে দেব, তাঁরা সেখানে গিয়ে নিউজ সংগ্রহ করবেন। 

‘এ ছাড়া সাংবাদিকদেরও নিরাপত্তার বিষয় আমাদের দেখতে হবে। তাই সঙ্গে আনসার সদস্যরা থাকবে। এই পুরোনো নিয়মগুলো আমি নতুন করে চিঠির মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি। সব চাইতে বড় কথা হলো কোনো কিছু জানার থাকলে অবশ্যই সাংবাদিকেরা হাসপাতালের অথোরিটির সঙ্গে কথা বলতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী পরিচালকের অনুমতি ব্যতীত কোনো মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবে না।’ 

পরিচালক আরও বলেন, ‘হাসপাতালের কোনো বিষয়ে আমি কর্তৃপক্ষ হয়ে গণমাধ্যমকে অবগত করলাম। আবার দেখা যায় একই বিষয় নিয়ে সাংবাদিকেরা হাসপাতালে অন্য কারও সঙ্গে কথা বলতে গেলে সেই ব্যক্তি আরেকভাবে উপস্থাপন করল। তাহলে বিষয়গুলো অন্য রকম হয়ে যায়। সাংবাদিকদের সুবিধার জন্যই অথোরিটির সঙ্গে কথা বলতে হবে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ২ হাজার ৬০০ শয্যার। রোগী থাকে তিন গুণ এর চেয়েও বেশি। এখানে চিকিৎসক নার্স ও অন্যরা রোগীকে সুস্থ করার জন্য ব্যস্ত থাকেন। হঠাৎ দেখা গেল কোনো বড় দুর্ঘটনা ঘটল, তখন অনেক রোগী জরুরি বিভাগের চিকিৎসা নিতে আসে। অনেক রোগী সে সময় অর্ধ উলঙ্গ থাকে; চিকিৎসকেরা তাদের চিকিৎসা দেওয়ার জন্য ব্যস্ত থাকেন। এই সময় দেখা যায় মোবাইল নিয়ে কোনো সাংবাদিক জরুরি বিভাগে প্রবেশ করে ছবি তুলতে থাকে। রোগীদেরও একটি মানবাধিকার বিষয় আছে। তখন হুরহুর করে সাংবাদিকেরা ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে চিকিৎসাসেবাও ব্যাহত হয়। 

এর জন্যে পুরোনো নির্দেশনা নতুন করে একটি চিঠির মাধ্যমে হাসপাতালের সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে, অবাক হব না: সোলায়মান সেলিম