হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যায় গোসলে নেমে তরুণ নিখোঁজ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নেমে এক তরুণ নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইলোঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ তরুণের নাম আরিফ (২১)। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাগান বাড়ি এলাকার সোবহানের ছেলে। তিনি সিম্বা নামে এক গার্মেন্টসের অপারেটর ছিলেন। 

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন দুই বন্ধু। পরবর্তীতে এক বন্ধু ফিরে আসলেও আরিফ আসেননি। ধারণা করা হচ্ছে নদীর তীব্র স্রোতের কারণে তিনি ডুবে গিয়েছেন। পরে ডুবুরির দলকে খবর দেওয়া হয়। 

আরিফের বোন বিউটি বলেন, ‘আজ আমার ভাইয়ের অফিস বন্ধ। তাই সকাল থেকে বৃষ্টি থাকার কারণে আমার ভাই তার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে আর বাড়ি ফেরেনি।’ 

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে ডুবুরিরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সকাল থেকে উদ্ধার কাজ পরিচালনা করছি। কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়নি।’ 

কতক্ষণ পর্যন্ত এই উদ্ধার অভিযান চলবে জানতে চাইলে এই কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, রাত হলে ডুবুরিদের জন্য উদ্ধার কাজ চালিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই দিনের আলো যতক্ষণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যেতে পারব বলে আশাবাদী।’

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন