Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ওয়াশ রুমে অচেতন অবস্থায় পড়ে ছিলেন কবি হেলাল হাফিজ

অনলাইন ডেস্ক

ওয়াশ রুমে অচেতন অবস্থায় পড়ে ছিলেন কবি হেলাল হাফিজ
কবি হেলাল হাফিজ। ছবি: সংগৃহীত

দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ মারা গেছেন। মৃত্যুর আগে তিনি চেনা–জানা–পরিচিত অনেককেই ফোন করে তাঁর শারীরিক অবস্থা ভালো না বলে জানিয়েছিলেন। শাহবাগ থানা-পুলিশ জানায়, রাজধানীর শাহবাগের সুপার স্টার নামের একটি আবাসিক হোস্টেলে থাকতেন তিনি। আজ শুক্রবার সেই হোস্টেলের কমন ওয়াশ রুমে অচেতন অবস্থায় পড়ে যান কবি। উদ্ধারকালে তাঁর মাথায় রক্ত দেখা যায়।

পুলিশ জানায়, দুপুরে হোস্টেলের অন্য সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ওয়াশ রুমের দরজা ভেঙে দেখেন কবি হেলাল হাফিজ ফ্লোরে পড়ে রয়েছেন এবং তাঁর মাথা ফেটে রক্তক্ষরণ হচ্ছে। পরে শাহবাগ থানা-পুলিশ এসে তাঁকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর বলেন, হোস্টেলের কমন ওয়াশ রুমে যাওয়ার পর তিনি দীর্ঘক্ষণ সাড়া না দেওয়ায় সন্দেহ হয়। দরজা ভাঙার পর দেখা যায়, বেসিনের ওপর পড়ে তাঁর মাথা ফেটে যায় এবং বেসিনটিও ভেঙে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে তিনি পড়ে গিয়েছিলেন।

কবি হেলাল হাফিজের মৃত্যুতে সাহিত্যমহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু দেশের সাহিত্যাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন:

জামিন নিয়ে হাওয়া দুই সন্ত্রাসী

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা ছাত্রসংগঠনগুলোর

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৬০

টেন্ডারবাজির অভিযোগে শ্রীপুরে বিএনপির সভাপতিকে শোকজ

রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১০

দাবি না মানলে প্রতীকী নয়, বাস্তবেই আত্মাহুতি দেব: প্রাথমিকে নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা

শ্মশানঘাটের মাটি বিক্রি করছিলেন নেতা, ভরাট করে দিল বিএনপি

কদমতলীতে গ্যাস-সংকট নিরসনের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে: উপদেষ্টা ফরিদা