হোম > সারা দেশ > ঢাকা

হত্যাসহ চার মামলায় সাবেক এমপি ছানোয়ার ১৯ দিন রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলে সাবেক এমপি ছানোয়ার ১৯ দিন রিমান্ডে। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেনকে চার মামলায় ১৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার টাঙ্গাইল সদর আমলি আদালতে হত্যাসহ তিন মামলায় ১৩ দিন এবং মির্জাপুর আমলি আদালতে একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে দুপুরে ছানোয়ার হোসেনকে টাঙ্গাইল সদর থানায় স্কুলছাত্র মারুফ হত্যা মামলা, দুইটি ভাঙচুর ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন করে আমলি আদালতে হাজির করে পুলিশ।

শুনানি শেষে আদালতের বিচারক গোলাম মাহবুব খান স্কুলছাত্র মারুফ হত্যা মামলা ও দ্রুতবিচার আইনের মামলায় পাঁচ দিন করে এবং বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর তাঁকে মির্জাপুর আমলি আদালতে হাজির করা হয়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক মোছাম্মৎ রুমি খাতুন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ থেকেই ছানোয়ার হোসেনকে তাঁরা জিজ্ঞাসাবাদ শুরু করবেন।

উল্লেখ্য, ছানোয়ার হোসেন ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

পরে ১৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীর ভাটারা থানা-পুলিশ তাঁকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে। ভাটারা থানায় করা একটি মামলায় তাঁকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তারপর থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।

জাবিতে ৪ আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

স্থায়ী ভবনের দাবিতে জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবস্থান

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

জাবির সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যা: ৭ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার

জুলাই আন্দোলনে হামলা: জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৩ রকম শাস্তি দিল প্রশাসন

১৩ কিলোমিটার ঘিরে ভোগান্তির যত শঙ্কা

মুক্তির হাতে জিম্মি বিএডিসি

ব্যাটারিচালিত রিকশা বৈধ হলে বাড়বে আরও বিশৃঙ্খলা

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে চারজন গ্রেপ্তার

কুষ্টিয়ার ২০ প্রতারণা মামলার আসামি হাফিজুর ঢাকায় গ্রেপ্তার