হোম > সারা দেশ > ঢাকা

সাধারণ মানুষের অসাধারণ গল্প তুলে ধরার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাধারণ মানুষের অসাধারণ গল্প তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, অনেক নেতিবাচক ঘটনার মধ্যেও এ দেশের সাধারণ মানুষ কিছু অসাধারণ কাজ করে থাকে। সাংবাদিকদের উচিত এসব কাজকে গুরুত্ব দিয়ে তুলে ধরা।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, `আমাদের দেশের জনসাধারণ স্বাস্থ্য নিয়ে খুব বেশি সচেতন নয়। শুধু স্বাস্থ্যসচেতনতাই যেসব রোগ থেকে মুক্তি দিতে পারে, সেই সব রোগেই আমরা বেশি আক্রান্ত হই। এ জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যদিও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আমাদের সংস্কৃতিতে নেই, তবে এর জন্য মানুষকে সচেতন করে তুলতে হবে।'  

ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের জেলা গভর্নর আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ। এ ছাড়া ডিআরইউর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অব ঢাকা ও লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য