Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি চয়নকে চাঁদাবাজির ২ মামলায় শাহজাদপুর থানায় হস্তান্তর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

সাবেক এমপি চয়নকে চাঁদাবাজির ২ মামলায় শাহজাদপুর থানায় হস্তান্তর
গাজীপুরের শ্রীপুর থানা থেকে সাবেক এমপি চয়ন ইসলামকে আজ সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সদস্য সদস্য (এমপি) চয়ন ইসলামকে শাহজাদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় দুটি চাঁদাবাজি মামলা রয়েছে।

আজ সোমবার সকালে চয়নকে শ্রীপুর থানা থেকে শাহজাদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতির পদে রয়েছেন। চয়ন ইসলাম (৬৩) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মাজাহারুল ইসলামের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার দিবাগত রাতে চয়ন ইসলামকে উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপিরবাড়ি গ্রামের আত্মগোপনে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শাহজাদপুর থানায় দুটি চাঁদাবাজি মামলা রয়েছে। সে জন্য তাঁকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হচ্ছে।

জয়নাল আবেদীন মণ্ডল আরও বলেন, দুই মাস ধরে চয়ন ইসলাম এই বাড়িতে আত্মগোপনে ছিলেন। তাঁর স্ত্রী জোছনা খানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া চয়নের সঙ্গে জাহাঙ্গীর আলম নামের এক যুবলীগ নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

গেজেট কেন হচ্ছে না, জানতে ইসিতে ইশরাক

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর