নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘মহররম মাসে আশুরার দিনে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করেছে। তাদের বিচারের জন্য আল্লাহই যথেষ্ট। তারা আগের মতো জ্বালাও-পোড়াও করতে চাইলে পাল্টা আঘাত করব না। আল্লাহ সর্ব শক্তিমান, তিনিই দেখবেন।’
আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ শেষে পারিবারিক কবর জিয়ারত করেন শামীম ওসমান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
কবর জিয়ারত প্রসঙ্গে বলেন, ‘আগামী শনিবার আমার বড় ভাই সেলিম ওসমানের অস্ত্রোপচার হবে। অপারেশনের আগে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করে যেতে পারেননি। সেই কারণেই আমি কবর জিয়ারত করলাম। পরিবারসহ সবার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছি।’