Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির পর সকালে গৃহবধুর ঝুলন্ত লাশ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির পর সকালে গৃহবধুর ঝুলন্ত লাশ 

গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে টঙ্গীর দত্তপাড়া রসুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

মৃত ওই গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৫)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার চাষীরা গ্রামের মৃত জিন্নাত আলীর মেয়ে। তানিয়া টঙ্গীর দত্তপাড়া রসুলবাগ এলাকায় একটি ভাড়া বাড়িতে স্বামী হাসান মানিকের সঙ্গে বাস করতেন। 

পুলিশ জানায়, গত রোববার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী হাসান মানিকের সঙ্গে কথা-কাটাকাটি হয় তানিয়ার। এরপর স্বামী হাসানের সঙ্গে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ওই কক্ষটির সিলিংয়ের সঙ্গে স্ত্রীকে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান হাসান। পরে তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেন হাসান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ি ফিরে আসেন হাসান। দুপুরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিক্ষোভের ডাক হিজবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি