বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৭তম পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার এই ফলাফল প্রকাশ করা হয়।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
জুডিশিয়াল সার্ভিসের সিনিয়র সহকারী সচিব ইয়াসমিন বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের পরীক্ষার জন্য ৭ হাজার ৩১০ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। গতকাল শনিবার পরীক্ষার প্রাথমিক ধাপে ৬ হাজার ২০২ জন অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ১০৮ জন পরীক্ষার্থী। এঁদের মধ্যে ৩১ জনের উত্তরপত্র বিভিন্ন কারণে বাতিল ঘোষণা করা হয়।
আজ ঘোষিত ফলাফলে মাত্র ৬০৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। যা পাসের হার ৯.৭২ %। বিচারক হতে পরবর্তীকালে এই ৬০৩ জনকে লিখিত ও ভাইভা পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে।