নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
জননিরাপত্তা বিভাগের একজন যুগ্ম সচিব বলেন, এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হবে মাওলানা জুবায়েরের অনুসারীদের। দ্বিতীয় পর্ব হবে সাদপন্থীদের। তাঁরা আশা করছেন, দুই পক্ষই বিষয়টি মেনে নেবেন।
আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
জানা গেছে, টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগ জামাতের দুই পক্ষ দিল্লির মাওলানা সাদ কান্ধলভি এবং বাংলাদেশের কাকরাইল মারকাজের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের বিরোধের শুরু ২০১৯ সালে। এর পর থেকে দুই পক্ষ দুই পর্বে ইজতেমার আয়োজন করছে। করোনার কারণে মাঝে বন্ধ থাকার পর ২০২২ সাল থেকে আবারও দুই পর্বে ইজতেমা হচ্ছে।
সম্প্রতি দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের কারণে তাঁদের মধ্যে আবার উত্তেজনা দেখা দেয়।