হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে ওড়ানোর জন্য বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী নামের এক বেলুন বিক্রেতা মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কবির হোসেন নামের অপর এক বেলুন বিক্রেতা। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় গণশুনানির জায়গায় এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. আনোয়ার ব্যাপারী (৫০) ফরিদপুর জেলার কোতোয়ালী থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। আর আহত কবির হোসেন (২৩) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে। 

সহকারী উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় গণশুনানিস্থলে ওই দুই বেলুন বিক্রেতা বিজয় দিবসে উড়িয়ে দেওয়ার জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুজন গুরুতর আহত হন। বিস্ফোরণে আনোয়ার ব্যাপারীর একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মানিকগঞ্জ সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। আনোয়ার ব্যাপারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হলে পথে তিনি মারা যান। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, নিহত আনোয়ার ব্যাপারীর মরদেহ সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭