হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাবার বাড়ি থেকে ইরা আক্তার(২৪) নামের এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮ দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিণ সিংগারডাক এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ইরার স্বামী মো. হোসেন একজন পুলিশ কনস্টেবল। বর্তমানে সে শিল্প পুলিশে আশুলিয়া থানা এলাকায় কর্মরত আছেন। 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক বছর আগে সিংগারডাক এলাকার বাসিন্দা ইরা আক্তারের সঙ্গে একই উপজেলার চিত্রকোট ইউনিয়নের কার্তিকপুর গ্রামের বাসিন্দা মো. হোসেনের বিয়ে হয়। অভাবের তাড়ানায় ইরা আক্তার এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বাবার বাড়িতে বসত ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। 

সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাছির উদ্দিন শেখ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধারণা করছি এবং যতটুকু জানতে পেরেছি ইরা আক্তার অনেক টাকা ঋণ গ্রস্ত ছিলেন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে হয়তো তিনি আত্মহত্যা করেছেন। তবে এ নিয়ে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য