হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় ভোটকেন্দ্র দখল করতে না দেওয়ায় হামলা, ২ পুলিশ সদস্য আহত 

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় ভোটকেন্দ্র দখল করে সিল মারতে না দেওয়ায় চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের নিক্ষেপ করা ইট পাটকেলে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়ি।

আহত দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল শামীম ও সাদ্দাম হোসেন।

আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে হোসেন্দী উচ্চ বহুমুখী বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মারা এবং ব্যালট ছেঁড়ার অভিযোগে দুপুর ২টা থেকে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে প্রশাসন। দেড় ঘণ্টা পরে সাড়ে তিনটার দিকে ভোট গ্রহণ চালু করা হলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকেরা জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের দখল করার চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালালে সংঘর্ষ হয়। তখন হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন দুই পুলিশ সদস্য।

আত্মরক্ষার্থে পুলিশ এবং বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে। এ সময়ের রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। আতঙ্কিত হয়ে মানুষ দোকানপাট বন্ধ করে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। যারা পুলিশের ওপর হামলা চালিয়েছে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য