হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে লেপ-তোশকের কারখানা ও জুট গুদামে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

লেপতোশক ও জুট গুদামের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে একটি লেপ-তোশকের কারখানা ও জুট গুদামে আগুন লেগেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর বাজারের আক্তারুজ্জামান দুলু খানের মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে কারখানা ও গুদামের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, হঠাৎ করে ৬টার কিছু সময় পরপরই লেপ-তোশকের কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পাশের জুটের গুদামে ছড়িয়ে আগুনে তীব্রতা বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে আশপাশের শতশত লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী লেপ-তোশক কারখানার মালিক সোহরাব হোসেন বলেন, ‘আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।’

জুট গুদামের মালিক জাকির হোসেন বলেন, ‘আমার গুদামে প্রচুর পরিমাণ মালামাল ছিল। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। কোথায় থেকে কীভাবে আগুন লাগল বলতে পারব না।’

লেপ তোশক ও জুট গুদামের আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। ছবি: আজকের পত্রিকা

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা রওনা হলেও রাস্তায় তীব্র যানজটের কারণে একটু সময় লাগছে ঘটনাস্থলে পৌঁছাতে। এখানে ফায়ার সার্ভিসের গাফিলতি নেই। এখন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭