Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে নিখোঁজের দুই দিন পর কলেজের পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে নিখোঁজের দুই দিন পর কলেজের পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ হওয়ার দুদিন পর পুকুর থেকে মো. সিয়াম (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

সিয়াম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিরানি ইউনিয়নের চরকাটিহারি গ্রামের মো. কনক মিয়ার ছেলে। বাবা-মায়ের সঙ্গে উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের ইজ্জত আলী ফকিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাওনা চাইল্ডহুড স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত সে।

সিয়ামের মামা জাহাঙ্গীর আলম বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তার সন্ধান করতে পারিনি। আজ বুধবার সকাল ৯টার দিকে মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যাই। এ সময় পুকুরে সিয়ামের লাশ ভাসতে দেখি। খবর দিলে শ্রীপুর থানার পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার থেকে সিয়াম নিখোঁজ ছিল। এ বিষয়ে তার বাবা শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরপর থেকে পুলিশ সিয়ামের সন্ধান করতে থাকে। আজ বুধবার সকালে খবর পেয়ে কলেজের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এসআই ইসমাইল হোসেন আরও বলেন, মৃত্যুর কারণ জানতে আশপাশের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনআরবিসি ব্যাংকের সাবেক ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিএসটিআই কর্মকর্তাদের ওপর হামলা, দ্বিতীয় দিনেও বন্ধ জুয়েলারি দোকান

সপরিবার নাঈমুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

নির্বাচনের দাবি উঠলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে উঠেছে না: নিহতের স্বজনেরা

মার্চের মাঝামাঝি ডাকসুর রোডম্যাপ: উপাচার্য

আনিসুল হক ও তাঁর পরিবারের ব্যাংক হিসাবে ১৪০ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

‘৬ মাস কোর্স করে ডাক্তার পদবি ব্যবহার করতে চায়’

চলন্ত বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন: পরিকল্পনাকারী ও সহযোগী দুই ভাই গ্রেপ্তার

উত্তরায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১৩